তারিক হক
জন্ম ১৭ই জুলাই, ১৯৫১, ঢাকা। বাবা মরহুম ফজলুল হক, মা মরহুমা সামসুন্নাহার হক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স সম্পন্ন করে ১৯৭২ সালে বাংলাদেশ এয়ার ফোর্সে প্রথম জিডি পাইলট ব্যাচে যোগদান করেন। পারিবারিক কারণে এয়ার ফোর্স ছেড়ে দিয়ে রাশিয়া চলে যান। সেখানে ‘অ্যারোফ্লোট’-এ হেলিকপ্টার পাইলট হিসেবে কাজ করতেন। ১৯৮০ সালে চলে আসেন জার্মানিতে। এখানে কম্পিউটার সাইন্সে পড়াশুনা করে কাজ করছেন জার্মানির এক নামকরা ব্যাংকে সফ্্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। বর্তমানে স্ত্রী ওলগা, ছেলে পাভেল, পুত্রবধূ লেনা আর একমাত্র নাতনি ভিক্টোরিয়াকে নিয়ে জার্মানির ডুসেলডর্ফ শহরে বসবাস করছেন।