ঘুস

জজকোর্টে বিচারকের এজলাস । রাজনৈতিক মামলা । সাক্ষী দিতে যিনি এসেছেন তিনি পূর্বে মন্ত্রী ছিলেন ।

পাবলিক প্রসিকিউটর তাঁকে জিজ্ঞেস করলেন :
– এটা কি সত্যি , আপনি এক কোটি টাকা ঘুস খেয়ে মামলাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিলেন ?
সাক্ষী কোনো জবাব দিলেন না ।

পাবলিক প্রসিকিউটর আবারো জিজ্ঞেস করলেন :
-এটা কি সত্যি , আপনি এক কোটি টাকা ঘুস খেয়ে মামলাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিলেন ?

সাক্ষী নীরব । জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন ।

এবার বিচারক সাক্ষীকে বললেন :
-আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে ।

এবার সাক্ষী বললেন :
– ওহ ! সরি , ইওর অনার , আমি ভেবেছিলাম পাবলিক প্রসিকিউটর আপনাকে জিজ্ঞেস করছেন ।

তারিক হক
জার্মানি, ৪ / ১০ / ১৭
#Bodlejaan Akhoni

Share This