দুটি বিদেশি জোক
সাংবাদিক সম্মেলন । এক্স প্রেসিডেন্ট বুশ কে জিজ্ঞেস করলেন সাংবাদিকরা,
” আপনি কি করে এতো নিশ্চিত যে ইরাক এর কাছে পারমাণবিক অস্ত্র আছে “?
বুশ বললেন :
-আপনারা কি আমাদেরকে এতো বোকা ভেবেছেন ? প্রতিটি অস্ত্র বিক্রি করার সময় আমরা প্রাপকের রিসিট এর ফটোকপি করে রাখি ।
———————
এক মন্ত্রী আর একজন নামজাদা উকিল একসাথে গল্প করছেন ।
মন্ত্রী জিজ্ঞাসা করলেন উকিলকে :
-আচ্ছা , কেস এ যদি ভুল হয়ে যায়, কি করেন ?
উকিল বললেন:
টাকাওয়ালা ক্লায়েন্ট হলে আপিল করি , গরিব হলে ছেড়ে দেই. । বলি কোনো আশা নেই ।
এবার মন্ত্রী বললেন :
-আমিও তাই করি ।
গতকাল এক জনসভায় ভাষণ দিয়েছিলাম । বলতে চেয়েছিলাম :
-শয়তান হলো “LIARS” দের বাবা ।
বলেছিলাম :
-শয়তান হলো “LAWYERS” দের বাবা ।
জনতা এত হাততালি দিয়েছিলো যে আর কারেকশন করিনি ।
তারিক হক
জার্মানি, ১৫ / ১০ / ১৭