বিজ্ঞাপন

বিজ্ঞাপনের অনেক প্রভাব রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে। আমরা গ্রাহকরা অনেক সময়ই বুঝিনা কোনটি ভালো আর কোনটি মন্দ।

বিজ্ঞাপনের ভাষায় যদি সুর থাকে, আমরা তাতে মোহিত হয়ে যাই। একদিন বিজ্ঞাপন লিপিকার যাচ্ছেন পথ দিয়ে।

দেখলেন এক অন্ধ সামনে একটি থালা নিয়ে বসে আছে। পাশে একটি ফলক।

তাতে লেখা, “আমি অন্ধ, আমাকে সাহায্য করুন”।

পথচারীরা কেউ চলে যাচ্ছে, কেউবা মুখ ফিরিয়ে নিচ্ছে। একটি পয়সাও কেউ দিতে চাচ্ছেনা।

বিজ্ঞাপন লিপিকার ফলকটি হাতে তুলে নিলেন, উলটো দিকে কলম দিয়ে বড় বড় করে কি যেন লিখলেন।

কিছুক্ষণের মধ্যেই থালাতে অনবরত পয়সা পড়তে শুরু করলো।
যখন থালাটি ভর্তি হয়ে গেল, অন্ধ এক পথচারীকে থামিয়ে জিজ্ঞেস করল: –
-আপনি কি একটু দয়া করে বলবেন আমার এই ফলকে কি লেখা আছে?

পথচারী পড়লো, “আজ কি সুন্দর দিন, তাই না? আপনি দেখতে পাচ্ছেন,অথচ আমি পাইনা”।

তারিক হক
জার্মানি, 
২৮/১০/১৮

Share This