“গাড়ি প্রেমিক”
জার্মানরা গাড়িকে খুব ভালোবাসে । নিজের সন্তানের চেয়েও বেশি । নতুন গাড়ি কিনলে সে গল্প আর ফুরোয় না । সেই গাড়ি প্রেমিককে নিয়ে এই জোক ।
এক ভদ্রলোক গেলেন পুলিশের কাছে । বললেন : জানেন , আমার স্ত্রী গতকাল শপিং করার জন্যে বাসা থেকে বের হয়ে গেছেন । এখনো ফেরেন নি ।
পুলিশ বললেন : কোনো ফটো আছে আপনার কাছে ? -না । -কিরকম দেখতে উনি, মোটা না পাতলা ? -জানেন , কোনোদিন লক্ষ্য করিনি ।
-চোখের রং কালো না ব্রাউন ? – একদম লক্ষ্য করি নি । -কি ড্রেস পরে গেছেন ? স্কার্ট বা প্যান্ট ? -একদম খেয়াল করিনি ।
পুলিশ অফিসার একটু অবাক হলেন ।
বললেন : আচ্ছা, উনি শপিং এ কিভাবে গেছেন , বাসে না গাড়িতে ? – -আমার মার্সেডিজটি নিয়ে গেছেন । -কি রংয়ের, কোন মডেলের ?
-একদম লেটেস্ট মডেল । মার্সেডিজ S 560 , ৮ সিলিন্ডার , স্পিড ৪,৬ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার, , ৪৬৯ হর্স পাওয়ার , ম্যাক্সিমাম স্পিড ঘন্টায় ২৫০ কিলোমিটার । দরজার পাশে ছোট্ট একটি দাগ খালি চোখে দেখা যায় না । আর চাকাগুলি …
পুলিশ অফিসার বললেন :
আরে থামুন , থামুন , যেভাবে গাড়ির বর্ণনা দিলেন , তাতে আপনার স্ত্রীকে খুঁজে না পেলেও গাড়ি আমরা ঠিকই বের করে ফেলবো ।
তারিক হক